মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে কৃষি প্রযুক্তি হস্তান্তর বিষয়ক ২ ব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন ২১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক এসএম নূরুজ্জামান মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাম মঙ্গল, উপসহকারী কৃষি কর্মকর্তা দেওয়ান মুকিম উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১শ ৫০ জন কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে সেখানে পানি সাশ্রয়ী ফসল (গম) চাষে উদ্বুদ্ধকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।