আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকার বশিপুর গ্রামে উর্মি আরা ( ১৪) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের খলিলুর রহমানের কন্যা। ১৮ নভেম্বর সোমবার দিবাগত রাতে মায়ের সাথে অভিমান করে বিষপান করে। মূমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
