যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে ইজিবাইক চালক রওশন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর সোমবার ভোরে চেকপোষ্টে অবস্থিত সাহেব মামা ষ্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের গলিতে। সে বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আরশাফ আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে দেখতে পায় গলিতে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল বন্দর থানার এসআই নারায়ন চন্দ্র জানান, ঘটনাস্থলে থাকা ব্যবসায়ীরা ফোন করে আমাদেরকে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে। হত্যার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।