পিরোজপুর প্রতিনিধি : ফেন্সি সম্রাজ্ঞী ফাতেমা বেগমকে ফের গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। ১৮ নভেম্বর সোমবার বিকেল ডিবি পুলিশের এস.আই তাজউদ্দিন মানিকের নেতৃত্বে ফাতেমাকে শহরের নামাজপুর এলাকার বাসা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ইতোপূর্বে ফেনসিডিল সহ গ্রেফতারকৃত উপ-প্রকৌশলী মেহেদী হাসানের স্বীকারোক্তি মতে এবং ওই মামলায় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে বেশ কয়েকটি পরিত্যক্ত ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। এর আগে ফাতেমাকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের মাছিমপুর থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছিল ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ফাতেমা এবং তার স্বামী জাহাঙ্গীর ওরফে ফেন্সি সম্রাট জাহাঙ্গীর দুজনেই পিরোজপুর শহর, শহরতলীসহ দক্ষিনাঞ্চলে কুখ্যাত মাদক সম্রাট-সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।
