জামালপুর সংবাদদাতা : জামালপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। ১৭ নভেম্বর রবিবার রাতে র্যাব-১২ ক্যাম্প কমান্ডার এএসপি ইয়াছিনের নেতৃত্বে একটি দল জামালপুর ইকবালপুরে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৩৫)কে গ্রেপ্তার করে। এসময় ১১টি প্যাথেড্রিন ইনজেকশন জব্দ করা হয়। জয়নাল স্থানীয় আব্দুস সোবাহানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।