চুয়াডাঙ্গা সংবাদদাতা : মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চুয়াডাঙ্গা অডিটোরিয়ামে ভাসানি অনুসারি পরিষদের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লিটু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভাষানী ন্যাপনেতা আবুল হাসান রাংগা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. কামরুল আরেফিন ও সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক সরদার আলী হোসেন, প্রেসক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মরিয়ম শেলী. চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক মাহাতাব উদ্দিন, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবী জহির প্রমুখ।
