পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সোমবার উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা জামতলা যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যামে দিবসটির সূচনা করে এক আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে যুবলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।্
আকাইদুল ইসলাম নোমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার, নেত্রকোনা জেলা কৃষকলীগ সদস্য আজিজুর রহমান তালুকদার, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান কাঞ্চন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান রতন, আব্দুল হান্নান, আব্দুল আওয়াল, কাজী আল মামুন, জেলা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক মুকুল কায়সার আকন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন খোকন, রেজওয়ান মাসুদ প্রমুখ।