শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মেঘালয়ে রাজ্যে উপজাতীয় গেরিলাদের হামলায় ৫ পুলিশ নিহত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গল বার ওই হামলায় সন্দেহভাজন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)’র বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত অবশ্য কোনো গেরিলা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

কারাগার থেকে একজন কয়েদিকে নিয়ে আসার সময় পথে দক্ষিণ গারো পার্বত্য জেলার বানকাকোনা এলাকায় পুলিশ দলের ওপর ওই হামলা চালানো হয়। হামলাকারীদের দলে ভারী অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১৫ জন গেরিলা ছিল। পালিয়ে যাওয়ার সময় গেরিলারা তিনটি একে-৪৭ রাইফেল নিয়ে যায় ।
