ইমরান হোসাইন, তানোর : দলীয় আধিপত্তর বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর তানোরে থানা যুবদল সভাপতির উপর আস্মিক ভাবে হামলা করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন থানা ছাত্রদলের সভাপতি ও তার বাহিনীরা। এনিয়ে তানোর সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। গতকাল সোমবার রত সাড়ে ৮টার দিকে তানোর মেডিকেল মোড়ে এঘটনা ঘটে। এঘটনায় রাতেই মালেকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করা হয়। তবে, এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোর থানা যুবদলের সভাপতি মিজানূর রহমান মিজান কালিগঞ্জ হাট নামক স্থান হতে মটরসাইকেল যোগে তানোর বাজারে পৌঁছার উদ্দেশ্যে বের হন। এসময় মেডিকেল মোড় নামক স্থানে পৌঁছা মাত্র রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন গ্র“পের অনুসারী থানা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক তার দলবল নিয়ে চলন্ত মটরসাইকেল থেকে মিজানকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে মোবাইল কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত মিজানের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে বাঁধা দেয়া হয়। পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে ভ্যানযোগে তানোর বাজারে ফার্মেসীতে চিকিৎসার জন্য নেয়া হয়। এঘটনা তাৎক্ষনিক এলাকায় ছড়িয়ে পড়লে মিজান অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে মালেককে গ্রেফতার ও বহিস্কারের দাবি জানান। এমনই শ্লোগানে তানোর সদরে দফায় দফায় বিক্ষোভ করার সময় মালেককের নিজ নামীয় অভিনন্দন ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলা হয়। এসময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভীত পরিস্থিতির সৃষ্টি হলে দোকানপাঠ বন্ধ করে দেয়। এরির্পোট লেখা পর্যন্ত তানোর সদরে থমথমে অবস্থা বিরাজ করছিল। এতে পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে থানা পুলিশ তাৎক্ষনিক ভূমিকা নিলে উত্তেজিত পরিবেশ শান্ত হয়।
এনিয়ে থানা যুবদলের সভাপতি মিজানূর রহমান মিজান জানান, দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের নিয়ে যখন রাজপথে আন্দোলন চলছে। ঠিক সেই সময়ে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন লবিং গ্র“পিং তৈরি করে কতিপয় ছাত্রদলের নেতাদের নিয়ে দলের মধ্যে ভাঙ্গনের চেষ্টা অব্যহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় থানা ছাত্রদলের সভাপতি তার উপর হামলা করে চলন্ত মটরসাইকেল হতে নামিয়ে প্রকাশ্যে মারপিট করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এনিয়ে তিনি দলের উপর মহলের নেতাদের কাছে বিচার প্রার্থনা করে থানায় অভিযোগ করেছেন বলে জানান।
এনিয়ে থানা ছাত্রদলের সভাপতি আবদুল মালেকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তুহিন জানান, বিষয়টি নিয়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মিজানের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
