রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরে ভূমিদস্যূ ২ ভাইকে আটক করছে পুলিশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৮:১৮ অপরাহ্ণ

jhalakathi-mapএইচ,এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর বাইপাস এলাকার মৃত মোকছেদ আলী শরীফের ছেলে চিহ্নিত ভূমিদস্যূ জালিয়াত চক্রের নায়ক আইউব আলী শরীফ (৬০) ও তার ভাই মজিবর রহমান চুন্নু শরীফ (৪৬) কে জমি জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ মে ঝালকাঠি আদালত জি আর ৪৩/১২ রাজা নং মামলায় ভূমি জালিয়াতির বিষয়টি সিআইডি তদন্তে প্রমানিত হওয়ায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। ৪৭ নং রাজাপুর মৌজার এস এ ১৬১, ৭৫০ ও ২২০২ নং খতিয়ানের সাড়ে ২৬ শতাংশ জমি জালিয়াতি করে দখলের অভিযোগে ওই জমির মূল মালিক বাইপাস এলাকার মৃত ইস্রাফিল হাওলাদার কালুর ছেলে মোঃ আবুল কাশেম হাওলাদার গত ১৬ মে ১২ইং ঝালকাঠি আদালতে ভূমিদস্যূ জালিয়াত চক্রের নায়ক আইউব আলী শরীফ ও তার ভাই চুন্নু শরীফসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি পুলিশের তদন্তে আসল সত্য উদঘাটিত না হওয়ায় ঝালকাঠির সিআইডির এসআই মং চেনলা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বর্তমানকে জানান, আদালত গ্রেফতারী পরোয়ানা থাকায় চিহ্নিত ভূমিদস্যূ জালিয়াত চক্রের নায়ক আইউব আলী শরীফ ও তার ভাই মজিবর রহমান চুন্নু শরীফকে গ্রেফতার করে  রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সাংবাদিক আউয়াল গাজি অভিযোগ করেন, একই মৌজার এসএ ১৭৫৯ নং খতিয়ানের এসএ ৫০২৭ নং দাগের ‘ক’ তফসিলের ১০ শতাংশ ভিপি সম্পত্তি জেলা প্রশাসক গত ৮-১১-২০১২ ইং সালে ডিসিআর এর মাধ্যমে তাকে প্রদান করেন। পরে স্থানীয় সহকারি ভূমি কশিনার জমিটি মেপে সীমানা দিয়ে তাকে বুঝিয়ে দেন। কিন্তু চিহ্নিত ভূমিদস্যূ জালিয়াত চক্রের নায়ক আইউব আলী শরীফ গং অবৈধভাবে ওই জমির ঘর ও সীমানার পিলার ভেঙ্গে গুড়িয়ে দেয়। এমনকি ওই জমির বৈধ কোন কাজপত্র না থাকা সত্তে¡ও ভূমিদস্যূ মামলাবাজ মজিবর রহমান চুন্নু শরীফ ইউএনও মাহবুবা আক্তারের (সহকারি ভূমি কমিশনারের অতিরিক্ত দায়িত্বরত) বিরুদ্ধেও ঝালকাঠি আদালতে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!