দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মোছা: মনেজা বেগম (৩৫) নামে এক মহিলা মারা গেছে। ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রনরামপুর গ্রামের সুরুজ উদ্দিনের স্ত্রী মনেজা শুক্রবার রাত দিকে বিছানা থেকে উঠে ঘরে রক্ষিত বাতের মলমের কৌটা আনতে গেলে তার পায়ে বিষাক্ত সাপে কামড় দেয়। পরিবারের লোকজন স্থানীয় হাতুড়ে ডাক্তার ও কবিরাজের কাছে নিয়ে গেলেও ডাক্তার কবিরাজ ভিকটিমকে ভালো চিকিৎসা দিতে না পেরে তার পায়ের বাধন খোলে দেওয়ার পরামর্শ দেয় এবং বাধন খোলে দিলে ভোর রাতে ওই মহিলা মারা যায়। নিহত গৃহবধুর একটি ছেলে সন্তান রয়েছে।
শরিফপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।