আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির চাঁপাপুরে এক বৃদ্ধকে সন্ত্রাসীরা নাগর নদীর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ৩০ অক্টোবর বুধবার রাতে উপেন্দ্র নাথ বর্মন (৭৫) নামের ওই বৃদ্ধকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপেন্দ্র নাথ বর্মন ও তার একমাত্র পুত্র নিলকান্ত বর্মন নাগর নদীর পার সংলগ্ন ফুলবাগিচা এলাকার জলপাই নামক স্থানে টিনের ছাউনি দিয়ে ৩ মাস পূর্বে থেকে প্রায় ৪ শতাধিক হাঁস রেখে হাঁসের খামার তৈরী করে ওই স্থানেই রাত যাপন করে আসছিল । বুধবার সন্ধ্যার বৃদ্ধ পিতা উপেন্দ্র নাথকে হাঁসের খামারে রেখে রাতের খাবার নিতে বাড়ীতে যান। রাত ৮ টার দিয়ে খামার ফিরে দেখেন তার পিতার মাথায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। স্থানীয়রা জানান, নির্জন ওই স্থানে এলাকার কিছু বখাটে প্রায় রাতে নারী সহ মাদক দ্রব্য নিয়ে আড্ডা দিয়ে আসছিল। বখাটেদের বাধা দেয়ায় তার হত্যার কারন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যা ঘটনার মুল রহস্য উদঘাটনে তৎপরতা চলছে।