নওগাঁ সংবাদদাতা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতাল সফল করতে নওগাঁর আত্রাইয়ে দ্বিতীয় দিনে মরিয়া ছিল ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। অন্যদিকে হরতাল প্রতিরোধে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকমীদের। আত্রাই থানা যুব দলের সভাপতি শেখ একরামুল বারী রন্জু ও থানা বিএনপি অপর গ্র“পের তসলিম-আবুলের-নেতৃত্বে দলের নেতাকর্মীরা হরতালের ২৮ অক্টোবর সোমবার সারাদিন রাস্তায় অবস্থান নিয়ে হরতাল শান্তিপূর্ন পালন করে। এর পরপরই নড়েচড়ে বসেন ১৪ দলের নেতাকর্মীর্ াহরতালের নামে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা কোন ধরনের সহিংসতা করলে তার পাল্টা জবাব দেয়া হবে বলে ঘোষনা দেন। আত্রাই উপজেলা আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে দলের নেতাকমীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেয়া হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রমিক লীগের নেতা কর্মীরা। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।