ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি : ডুমুরিয়ায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭জন পঙ্গু প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী সেবা এবং উন্নয়ন ফাউন্ডেশন’র অর্থায়নে উপজেলার থুকড়া গ্রামের মোদাচ্চের বিশ্বাস, উলা গ্রামের আবুল কালাম, চহেড়া গ্রামের বাসন্তি পাল, ঘোষগাতি গ্রামের আ: মান্নান মোড়ল, আটলিয়া গ্রামের তানিয়া খাতুন, আরাজি ডুমুরিয়ার গ্রামের আ: আজিজ ও শরাফপুর গ্রামের আকতার মোল্যাকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদি আল মাসুদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল হাদী। এ সময় নির্বাহি কর্মকর্তা কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।