চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাহাবুল নামে এক যুবক পালিয়েছে প্রেমিকাকে নিয়ে। আর ওই ঘটনায় ছোটভাইসহ ৪ দিন যাবত যুবকের মাকে আটক রাখা হয়েছে থানা হাজতে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহাবুলের সাথে একই উপজেলার ওসমানপুর গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাদের দু’পরিবারের মধ্যে জানাজানি হলে একপর্যায়ে ১৭ অক্টোবর প্রেমিক জুটি এলাকা থেকে লাপাত্তা হয়। এ বিষয়ে অপহরণের অভিযোগ তুলে মেয়ের বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলায় পুলিশ শাহাবুলকে না পেয়ে ২৩ অক্টোবর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মা নাদিয়া বেগম ও ছোটভাই তৃতীয় শ্রেণীর ছাত্র জিমকে থানায় নিয়ে আটক রাখে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ওই আটকের সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে ফিরে পেতে কেবল চাপ সৃষ্টির জন্যই শাহাবুলের মাকে আটক রাখা হয়েছে।