আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরায় কলারোয়ায় কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত উপজেলা পর্যায়ে আইসিটি স্কিলস এ্যান্ড টিচার্স লিড কন্টেন্ট ডেভলপমেন্ট বিষয়ক ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ ২৩ অক্টোবর বুধবার শেষ হয়।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত ওই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের শাহাদাত হোসেন, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রোগ্রামের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মৃদুল কান্তি দাস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মইনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষন শেষে ইউএনও হুসাইন শওকত সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
