সাইফুল ইসলাম (বরিশাল)বাবুগঞ্জ : বরিশাল বাবুগঞ্জে’র বিমান বন্দর মোড়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী পরিবহনের চালক মঞ্জুরুল আল মামুন বাদল (৪৫)নিহত কমপে ১০জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে চট্রগ্রাম থেকে যাত্রী নিয়ে রোহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে। পথিমধ্যে গতকাল ভোররাত ৪টায় যাত্রীবাহী রোহান পরিবহনটি বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর বিমানবন্দরের মোড়ে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের পাশে পরে যায়। এতে গাছের ও পরিবহনের চাপায় পরে চালক মঞ্জুরুল আল মামুন বাদল(৪৫)এর ঘটনাস্থলেই মৃত্যু হয়।এ সময় গাড়ীতে থাকা কমপে ১০জন যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়।নিহত রোহান পরিবহনের চালক মঞ্জুরুল আল মামুনের বাড়ী খুলনা জেলার সোনাঠাঙ্গা উপজেলার রায়ের মহল গ্রামে।