গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা : শরীয়তপুর জেলার মধ্যে অতি প্রাচীনতম ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম.এম আলীয়া আহম্মদ এডভোকেট, প্রধান শিক্ষক আব্দুুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, শাহজাহান সিকদার, এসএম মিজানুর রহমান, শেখ আবুল খায়ের ও ছাত্রলীগ নেতা মোস্তফা জামান প্রমুখ।
