এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘প্রতিবন্ধিদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপল্েয টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বেলা ১০টায় উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী শিা অফিসার মোঃ আওয়াল মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রাণী সাহা, পলী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সোলায়মান মিঞা, সোহেল রানা, আব্দুর রহিম, ওয়াজ করণী প্রমুখ।
