শ্যামলবাংলাডেস্ক : পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে একটি জাহাজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জাহাজে আগুন লাগার পর আরোহীরা সবাই হুড়োহুড়ি করে জাহাজের একপাশে চলে গেলে জাহাজটি ডুবে যায়। উপকূলে রীরা সমুদ্র থেকে এপর্যন্ত দেড়শ জনকে জীবিত এবং
১৩০ টি মৃতদেহ উদ্ধার করেছে । নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
এদিকে ওই ঘটনায় দেশটিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর বরাত দিয়ে বিবিসি জানায় , লিবিয়া থেকে যাত্রাশুরুকারী ওই জাহাজের যাত্রীরা মূলত আফ্রিকার ইরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী।
জাতিসংঘের তথ্যমতে, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাবার সময় লাম্পেদুসা দ্বীপের কাছে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে ।
সিসিলির কাছে অবস্থিত লাম্পেদুসা দ্বিপটি আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশের একটি প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।
