মনির হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মারজাহান আক্তার মিতু (১৩) নামে এক স্কুলছাত্রী। ৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আঙ্গারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। রক্ষা পাওয়া কিশোরী রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মাহাবুবুল আলমের
জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আঙ্গারপাড়া গ্রামের চৌকিয়া বাড়ির মহসিন চৌকিয়ার কিশোরী কণ্যা,রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মারজানা আক্তার মিতুর সাথে উপজেলার কাঞ্চনপুর ইউপির পুর্ব বিঘা গ্রামের আবুল কালামের বিদেশ ফেরত পুত্র মো. রুবেল হোসেনের সাথে বৃহস্পতিবার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সংবাদ জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো. মাহাবুবুল আলম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোতাহের হোসেন পাটওয়ারীসহ থানা পুলিশকে নিয়ে কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। সেই সাথে কনের বাবা মহসিন চৌকিয়াকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে ৫ শ টাকা জরিমানা করেন।
