ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রধান শিক্ষকের পদ নিয়ে টানাটানির জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ঝুলছে তালা। সম্ভাব্য পরিস্থিতি এড়াতেই ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
জানা যায়, ৯ মাস যাবত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি প্রথমে আব্দুল মালেককে প্রধান শিক্ষক নিয়োগ দেন। ওই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুমের প্রতিরোধের মুখে তিনি আর বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। পরে ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী শিক্ষক রেজাউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিলে শিক্ষিকা উম্মে কুলসুম আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন থেকে মামলা-মোকদ্দমার জের ধরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ৯ মাস যাবত বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ কারনে বিদ্যালয়ের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিয়মিত বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না। বাধ্য হয়ে শিক্ষার্থীদের প্রাইভেটের উপর নির্ভর করতে হচ্ছে। মঙ্গলবার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সেলিম প্রধান শিক্ষক দাবি করলে বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ওই শিক্ষককে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় সম্ভাব্য পরিস্থিতি এড়াতে পুলিশের পরামর্শে কর্তৃপক্ষ বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয় ত্যাগ করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদ নিয়ে টানাটানির জের ধরে সৃষ্ট উত্তেজনা এড়াতে পুলিশের পরামর্শে কর্তৃপক্ষই অফিসকক্ষে স্বাভাবিক তালা দিয়ে প্রতিষ্ঠ্না ত্যাগ করায় পরিস্থিতি শান্ত রয়েছে।
