জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১ মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি কিশোর ও একজন ভারতীয় কিশোর রয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১২-১৭ এর মধ্যে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় তাদের আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের নাম বিশ্বজিৎ সরকার (১৭)। সে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর ফিরোজ আহমেদ জানান, ভারতের কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে এসে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। এসময় তাদের আটক করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, ওই ঘটনায় তারা বিজিবির পক্ষ থেকে একটি অভিযোগপত্র পেয়েছে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
