শ্যামলবাংলা ডেস্ক : সীমান্তে বাংলাদেশী কিশোরী ফেলানি খাতুন হত্যার মামলায় অভিযুক্ত সীমান্তরক্ষী (বিএসএফ) সদস্যকে নির্দোষ বলে রায় দিয়েছে বাহিনীর নিজস্ব আদালত। সেনাবাহিনীর কোর্টমার্শালের আদলে বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই রায় প্রদান করেন। রায়ের পরে মুক্তি দেওয়া হয়েছে বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল অমিয় ঘোষকে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে বিএসএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। রায়টি চূড়ান্ত অনুমোদনের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারী বিএসএফ এর হাতে নিহত ফেলানীর লাশ দীর্ঘক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল । সেই ছবি দেখে ভারত বা বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও বি এস এফের কড়া নিন্দা করেছিল।
অবশেষে, বিএসএফ সদস্য মি. ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বি এস এফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হলে অগাস্টের ১৩ তারিখ থেকে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডি আই জি কমিউনিকেশনস সি পি ত্রিবেদীর কোর্ট পরিচালনায় ৫ জন বিচারকের সমন্বয়ে ফেলানি হত্যা মামলার বিচার কার্য শুরু হয় ভারতের কোচবিহার জেলায় সোনারি বিএসএফ ছাউনিতে। মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে তাঁর বাবা মামামসহ একটি টিম ভারতে গিয়েছিলেন।
