স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা চাউল কল মালিক সমিতির চলতি হজ্ব গমনেচ্ছু ১৩ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সমিতির ভবন মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত হজ্ব গমনেচ্ছু সদস্যরা হচ্ছেন,সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মো: মোকছেদুর রহমান তালুকদার, মো: আমেজ উদ্দিন, মো: আব্দুল মোতালেব, মো: মুহসিন আলী, মো: মাহবুব রাশেদ দিপু, মো: হামেজ উদ্দিন চিক্কু মোল্লা, সুলতান আহম্মেদ, মো: বদরুল হাসান বাদল, রফিকুল ইসলাম ইজা (নালিতাবাড়ী), মো: আব্দুর রহমান (নালিতাবাড়ী), মো: আব্দুল মোতালেব নান্ডা (শ্রীবরদী) মো: জাহাঙ্গীর আলম বুলবুল (নকলা), ও মো: জাকির হোসেন আশরাফ (নকলা)।
জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো: হায়দর আলী, সহসভাপতি আলহাজ্ব মো: দুলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল আলীম প্রমূখ।পরে হজ্ব গমনেচ্ছু সদস্যদের সাফল্য ও সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
