শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় জোহরা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। ১ সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার আরএনআর সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও দুইজন। নিহত জোহরা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাসিন্দা। আহতরা হচ্ছে জোহরা বেগমের ছোট বোন রাসেদা বেগম (৩০) ও তার মেয়ে জেসমিন (১০)। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় জোহরাসহ ৩ জন রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ঘটনায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই হারুন জানান, নিহতের লাশ এবং ট্রাক ও চালককে পুলিশ ফড়িতে নেওয়া হয়েছে।
