শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য প্রয়োজন হলে, বাবার মতো বুকের রক্ত দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো। তিনি ৩০ আগস্ট শুক্রবার বিকেলে
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি ওই কথা বলেন।
প্রধান বিরোধী দলকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষকে দেবার জন্যে আর তারা রাজনীতি করে শুধু নেবার জন্যে। আবার তারা শুধু নেয়নি পাচারও করেছে। বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুরে পাচার করা টাকা রক্ষা করতে সেখানে গিয়েছিলেন। এই প্রথমবারের মতো পাচারের টাকা ও দুর্নীতির টাকা দেশে ফেরত এনেছি।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জন্মদিন হলেও কেউ তা পালন করে না। কারণ, ওইদিন জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, আমরা সেই খুনিদের বিচার করেছি। বিচারের রায় কার্যকর হয়েছে। দেশের মানুষ কলঙ্কমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে আরএকবার দেশ ও জনগণের সেবার জন্য সবার কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন
