ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৩ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তি চাইলে আ.লীগকে নির্বাচিত করুন, আরেক বার সেবা সেবা করার সুযোগ দিন : শেখ হাসিনা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৯, ২০১৩ ১১:১৬ অপরাহ্ণ

PM-Janosoba29শ্যামলবাংলা ডেস্ক : প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি চাইলে আ.লীগকে নির্বাচিত করুন আরেক বার সেবা সেবা করার সুযোগ দিন, যাতে রাজাকার, সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি। প্রধানমন্ত্রী ২৯ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়িতে  আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওই কথা বলেন ।

Shamol Bangla Ads

সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন।
এ সরকারের আমলে নির্বাচনে কোনো কারচুপি হয়নি। সব নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি আর লুটপাট করে। জনগণের সম্পদ বিদেশে পাচার করে। দুর্নীতি আর মানুষ খুন বিএনপি-জামায়াতের বড় গুণ’- এমন মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের নামে তারা মানুষ খুন করে, মসজিদ ও কোরান শরিফ পুড়ায়   আর যাই হোক তারা দেশের মানুষকে শান্তি দিতে পারবে না, শান্তি চাইলে আওয়ামী লীগের পতাকাতলে আসুন। শেখ হাসিনা প্রায় আধা ঘণ্টার ওই বক্তৃতায় বর্তমান সরকার আমলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান, উপবৃত্তি, অল্প খরচে বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।
পেলা গাজীর দীঘি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্য মন্ত্রী আবদুর রাজ্জাক, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম আবুল কাশেম মাস্টার, মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, শাহেদা তারেক দীপ্তি, হাসিনা মান্নান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
প্রধানমন্ত্রী এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ফটিকছড়ি জনসভাস্থলে পৌঁছে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি সফর করলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!