খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ’র মাঝে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। উদ্ভূত অবস্থায় ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে বিজিবি-বিএসএফ এর সেক্টর পর্যায়ে এক পতাকা বৈঠক ভারতের কান্তিপাড়া বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। তবে বিকাল ৪টা পর্যন্ত ওই পতাকা বৈঠক চললেও তা অমিমাংশিতভাবে শেষ হয়।
শেরপুর সীমান্তের একাধিক সূত্র জানায়, সম্প্রতি বিএসএফ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে নো-ম্যান্সল্যান্ডের ১শ’৫০ গজের মধ্যে ১১০৭/৫ এস হতে ১১০৭/৬ এস পিলার পর্যন্ত ৯৪ মিটার মিলিটারী ওয়্যার অবস্ট্রাকল (কাঁটাতারের বেড়া) নির্মাণের প্রচেষ্টা চালায়। কিন্তু বিজিবি’র আপত্তির মুখে ওই নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়। এ নিয়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। ওই অবস্থা নিরসনের লক্ষ্যে ভারতের কান্তিপাড়া বিএসএফ ক্যাম্পে দু’দেশের নির্মাণ স্থান যৌথ পরিদর্শন ও ভূমি জরিপের জন্য বৃহস্পতিবার সকালে এক পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার শফিক, জিএসটু মেজর আবু হোরাইরা, বিজিবি-২৭ ব্যাটেলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল জাবেদ সুলতান, উপ-অধিনায়ক মেজর আমজাদ হোসেন এবং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর তুরা ডিআইজি মাহেন্দ্র সিং রাথুর।
এ ব্যাপারে বিজিবি-২ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর আমজাদ হোসেন বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, মূলতঃ নিরাপত্তার স্বার্থে বিএসএফ’র কান্তিপাড়া ক্যাম্প এলাকায় সীমানা বেষ্টনী নির্মাণের বিষয়ে বিএসএফ’র আমন্ত্রণে ওই পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে উভয় দেশের পক্ষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এখন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো অবগত করব। এরপর সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে।
