শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্রো হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। ২০আগস্ট মঙ্গলবার আদালতের পাবলিক প্রসিকিউটরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
হত্যার সঙ্গে সম্পৃক্ততা, হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য মোশাররফের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের সাবেক এই রাষ্ট্রপতি ভুট্রোকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেন নি। তবে মোশাররফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় পাঁচ বছর স্বেচ্ছা নির্বাসন শেষে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে চলতি বছরের মার্চে পাকিস্তান ফিরে আসেন পারভেজ মোশাররফ। পাকিস্তানে ক্ষমতায় থাকাকালে বিচারকদের আটক রাখার মামলায় দেশটির সাবেক এই রাষ্ট্রপতিকে পাকিস্তানের আদালত গৃহবন্দি রাখার নির্দেশ দেন।

