স্টাফ রিপোর্টার : শেরপুরে এক রিক্সাচালককে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৮ আগস্ট রবিবার রাতে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত নেন্দ মিয়ার রিক্সাচালক ছেলে আজিজুল হক ফকির (৪৫) রবিবার রাত সাড়ে ১০টার দিকে দমদমা-রামকৃষ্ণপুর সাঁকো পাড় হয়ে বাড়ি ফিরছিল। সে নিজের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছলে ওতপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত কলা গাছের আড়াল থেকে বেড়িয়ে ধারালো অস্ত্র দ্বারা পেছন দিক দিয়ে তাকে মাথায় উপুর্যপরি আঘাত করে। এ সময় সে ডাক-চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ী ও আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে সোমবার সকালে সে মারা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত ফকিরের কিছুটা মানসিক সমস্যা ছিল। সে মাঝে মাঝে রিক্সা চালাত। তার স্ত্রীসহ ২জন নাবালক পুত্র সন্তান রয়েছে। কি কারণে, কে বা কারা তাকে খুন করেছে এখনও তা পরিস্কার নয়।
