শ্যামলবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় শরীয়তপুরের সাবেক এমপি হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ ৭ জন নিহত হয়েছেন। ৩ আগস্ট শনিবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে মাওয়া হয়ে শরীয়তপুর যাচ্ছিলেন আওরঙ্গসহ নিহত অন্যরা। পথিমধ্যে লৌহজংয়ের মেদেনীমণ্ডলের খানবাড়ি নামক স্থানে পৌঁছালে সাবেক এমপিকে বহনকারী গাড়ির চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গাংচিল পরিবহনের একটি গাড়ীর সঙ্গে আওরঙ্গের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আওরঙ্গসহ ৪ জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরো ৩ জন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
