ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য নকলার জান্নাতুল নাঈম মারা গেছেন, এলাকায় শোকের ছায়া

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

Shamol Bangla Ads

খন্দকার জান্নাতুল নাঈমের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা গ্রামে। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে নাঈম স্টেশন কর্মকর্তা হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। নাঈমের পিতার নাম খন্দকার মোজাম্মেল হেসেন। ব্যাক্তিগত জীবনে নাঈম বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

নাঈমের মৃত্যুতে নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, অগ্নি দুর্ঘটনার মত ঝুঁকিপূর্ণ কাজে দায়িত্ব পালন করতে গিয়ে গৌরবময় আত্মত্যাগের মিছিলে সর্বশেষ যোগ হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।

Shamol Bangla Ads

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় নামাজে জানাযা শেষে নাঈমের মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। পরে রাতেই দ্বিতীয় নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!