শেরপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র পরিদর্শন ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩০ নভেম্বর রবিবার সকালে ওই ওই পরিদর্শনকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবাপ্রাপ্তদের অবস্থা এবং সেবা প্রদানের মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ শেরপুরের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শকালে তার সাথে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব সরকারসহ জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।




