বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শেরপুর জেলা শাখা’র মাসিক নিয়মিত আসর ‘স্বরচিত পাঠ-১৬’ (৩২তম আসর) অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রগতি লেখক সংঘ’র সভাপতি, লেখক ও গবেষক ড. সুধাময় দাস।

অনুষ্ঠানের শুরুতে জামালপুর জেলার প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল করিম ভানু ও দেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, শিক্ষাবিদ ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলীর প্রয়াণে শোক প্রস্তাব আনা হয় এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভার দ্বিতীয় পর্বে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক নানা বিষয়াদি সম্পর্কে আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পী, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী- সংগঠনের ওপর সংগঠিত হামলা-নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি চাওয়া হয়।
পরে বাউল তত্ত্ব এবং বাঙ্গালী সংস্কৃতিতে এর প্রভাব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মনিকা শকুন্তলা। তাছাড়া এ বিষয়ে বিশদ আলোচনায় অংশ নেন লেখক-গবেষক ড. সুধাময় দাস, এডভোকেট মোঃ আব্দুর রহিম বাদল, কবি হাসান রাকিব প্রমুখ। তৃতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি-লেখক ড. সুধাময় দাস, কবি রবিন পারভেজ, মো. উকিল উদ্দিন, শুভজিত নিয়োগী, অশেষ সেনগুপ্ত, হাসান রাকিব, মনিকা শকুন্তলা প্রমুখ।

চতুর্থ পর্বে জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি রবিন পারভেজের ৬৪তম জন্মদিন (১০ নভেম্বর) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কবি সম্পর্কে আলোচনা-স্মৃতিচারণে অংশ নেন লেখক-গবেষক ড. সুধাময় দাস, অ্যাডভোকেট মো. আব্দুর রহিম বাদল, মো. আব্দুল খালেক, প্রভাষক মো. উকিল উদ্দিন, প্রভাষক মো. আব্দুল্লাহ জাহান, গণসংগীত শিল্পী মুক্তি দত্ত, কবি বিপুল দাম হৃদয়, শুভজিত নিয়োগী, অশেষ সেনগুপ্ত, হাসান রাকিব, মনিকা শকুন্তলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রগতি লেখক সংঘ’র সাধারণ সম্পাদক রবিন পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী।
উল্লেখ্য, কবি রবিন পারভেজের জন্ম ১০ নভেম্বর ১৯৬২ সালে শেরপুর শহরের কসবার কাঠগড়ে। তার বেড়ে ওঠা শেরপুরেই। কবিতা লেখার সূচনা ৮০’র দশকে। তিনি এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। কবিতায় গণমানুষকে উদ্বুদ্ধ করেন আন্দোলনে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দৃশ্যের ওপাশে চিহ্নের আড়ালে’। পরবর্তীতে ‘ড্রপ’, ‘রবিন পারভেজের আলাপ’, ‘ফুড়ুৎ’ প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিতব্যের তালিকায় রয়েছে ‘হ’ , এটিও কাব্যগ্রন্থ। নিজে সম্পাদনা করেছেন ‘মনন্তর’, ‘রা’ প্রভৃতি ছোট কাগজে। যৌথ সম্পাদনায় প্রকাশ করেন – ‘মানুষ থেকে মানুষে’, ‘বিহান’, ‘ঠাওর’ প্রভৃতি ছোট কাগজ।




