সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রেসিডেন্ট পদক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পেয়েছেন শ্রীবরদীর সন্তান মো. শাহজাহান মিয়া। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত আছেন। মো. শাহজাহান মিয়া শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া এলাকার মৃত আফছার আলীর ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেনের ছোট ভাই।

জানা যায়, গেল ৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের ২ জনকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। এর মধ্যে একজন মো. শাজাহান মিয়া। তিনি রাষ্ট্রীয় এ পদক পাওয়ায় খুশি তার পরিবার ও এলাকাবাসী।
খামারিয়াপাড়া গ্রামের মো. কবির হোসেন বলেন, এত বড় একটি পদক আমাদের এলাকার বড় ভাই পেয়েছেন, এটা আমাদের গৌরব। বড় ভাই খুবই মেধাবী। শাহজাহান ভাইয়ের জন্য অন্য জেলার মানুষ শ্রীবরদীকে চিনবে, জানবে এটাই আমাদের গৌরব। আমরা দোয়া করি শাহজাহান ভাই আরও উপরে যাক, শ্রীবরদী তথা দেশের মুখ উজ্জ্বল করুক।শাহজাহান মিয়ার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন বলেন, আমার ভাইয়ের এমন খুশির খবর পেয়ে আমরা সবাই খুশি, এলাকাবাসীও খুশি হয়েছেন। আমার ছোট ভাই এলাকার সম্মান বৃদ্ধি করেছে। আপনারা দোয়া করবেন, সে যেন আরো এগিয়ে যেতে পারে, এলাকার সম্মান আরো বৃদ্ধি করে দেশ ও মানুষের সেবা করতে পারে।

এ ব্যাপারে ফায়ার ফাইটার মো. শাহজাহান মিয়া বলেন, আমি ১৪ নভেম্বর ২০০৫ সালে চাকুরীতে যোগদান করে অদ্যাবধি পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার সহকর্মীরা হঠাৎ কেউ অসুস্থ্য হলে নিজের ভাইয়ের মতো সেবা করার চেষ্টা করি। আমাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকে ভূষিত করায় মাননীয় মহাপরিচালক মহোদয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমার কাজে আরও অনুপ্রেরণা যোগাবে, ইনশাআল্লাহ।

