ads

শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি মাসেই আসছে চিরকুটের নতুন অ্যালবাম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

২ দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যান্ডসংগীতে অবদান রাখছে ব্যান্ড দল ‘চিরকুট’। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সুনাম ছড়িয়েছে চিরকুট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির কাছে চিরকুটের গান ও দলপ্রধান শারমিন সুলতানা সুমির কণ্ঠ মানেই অন্য রকম আবেগ। বেশকিছু অ্যালবাম ও গান দলটি প্রকাশ করেছে। ৮ বছর পর এবার চতুর্থ অ্যালবাম নিয়ে আসছে চিরকুট।

Shamol Bangla Ads

অ্যালবামের ঘোষণা ও নাম আগেই এসেছিল। এবার জানা গেল চলতি মাসের শেষদিকে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন এ অ্যালবাম। তবে অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’ থাকছে না। শিগগিরই আসছে নামের ষোষনা।

জানা যায়, সবশেষ ‘চিরকুট’ তাদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ২০১৭ সালে। অ্যালবামের নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ৬ টি গান ছিল।

Shamol Bangla Ads

অ্যালবামে থাকবে ১০টি গান। অ্যালবাম সম্পর্কে আগে সুমী বলেছিলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি বিষয়টি মনে হলে আনন্দ পাচ্ছি। নিজেদের চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এ শিল্পী আরও বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ড নয়, একটি পরিবার। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধু ভক্তদের জন্য। তারা আমাদের কাছে সব। আশা করছি, নতুন অ্যালবামের প্রতিটি গান হৃদয় জুড়িয়ে দেবে। প্রায় গানে সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা ছিল; যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছেন ভক্তরা। তাদের কথা মাথায় রেখে আমাদের চতুর্থ অ্যালবামের কাজ করেছি।’

সুমী গত ১০ এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের এ এ্যালবাম। মোট ২০টি গান তৈরি হয়েছিল। এর মধ্য থেকে ১০ টি বেঁছে ১০টি গান নির্বাচন করেছি। আমাদের চেষ্টার কোন ত্রুটি রাখিনি। এ্যালবামের নামও চূড়ান্ত হয়েছে। আশা রাখি জানাবো আগামী সপ্তাহে। নতুন মুখ, নতুন গান; বাংলা নতুন বছরের প্রাক্কালে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আমরা। নিজেদের ভাষায়, চিন্তায়, নিজেদের সৃষ্টির এ শীতল ছায়া ভ্রমন তৈরি করতে পারার আনন্দ অপার্থিব।

উল্লেখ্য, ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ‘ডুব’ সিনেমার ‘আহা জীবন’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘না জানি দুনিয়া’, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ প্রভৃতি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!