স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে মাদ্রাসা অঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।

এ উপলক্ষে মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল করিম, ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, মোহতামিম মাওলানা মোঃ আলমগীর হোসেন, শিক্ষানবীশ আইনজীবী মোঃ চান মিয়া, সমাজসেবক শফিকুল ইসলাম মন্ডল, মজিবর রহমান হেলাল, বাবুল মিয়া, আহাম্মদ আলী, জিয়ার উদ্দিন প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
