শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। ৮ ডিসেম্বর হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই দেশজুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে। ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে এবারে আসরের মেগা নিলাম। এ বছর প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন ২২ দেশের ৪৩৯ ক্রিকেটার। ওইসব খেলোয়াড়দেরকে ৬ ক্যাটাগরিতে (এ+, এ, বি, সি, ডি ও ই) ভাগ করে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
বিস্ময়কর হলেও সত্য, এবারের নিলামে জায়গা পেয়েছেন জার্মানির এক ক্রিকেটার। তিনি ক্রেগ মেসেদে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ এ অলরাউন্ডার। মেসেদে খেলেন জার্মান জাতীয় ক্রিকেট দলে। সমারসেটের হয়ে ইংলিশ ক্রিকেটে খেলতেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। সেটি ছেড়ে এখন খেলছেন গ্ল্যামারগনের পক্ষে। বিপিএল নিলামে এ জার্মান ক্রিকেটার রয়েছেন ডি ক্যাটাগরিতে।