স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বুধবার দুপুরে যুবলীগের উদ্যোগে শহরের দক্ষিণ নবীনগর এলাকায় আয়োজিত ওই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি ব্যাপক সম্মান রেখে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী শিক্ষার্থী উপবৃত্তিসহ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। শেরপুর সদর উপজেলার এমন কোন ইউনিয়ন নেই, যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার বিস্তারে বিনামূল্যে বই প্রদানসহ নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে। আগামী দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে মানবতার মা শেখ হাসিনাকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করার আহবানও জানান তিনি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ দুলাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা আব্দুল বারী বিপ্লব। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
