ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে ঘন কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ছিন্নমূল, হতদরিদ্র, অসহায় আদিবাসীসহ গ্রামবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। গারো পাহাড়ের ছোট গজনী, গজনী, নওকুচি ও রাংটিয়া এলাকায় পায়ে হেঁটে বাড়ি-বাড়ি গিয়ে শীতার্থ আদিবাসী পরিবারের সদস্যদের মাঝে এসব শীতবস্ত্র তোলে দেন। ওইসময় তিনি বয়োঃবৃদ্ধ আদিবাসীদের গায়ে ওইসব শীতবস্ত্র জড়িয়ে দেন। তিনি আদিবাসীদের দুঃখ, কষ্ট অবলোকন করেন এবং সহায়-সম্বলহীন মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও মোহাম্মদ সেলিম রেজার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সিএ মোঃ ইনসান আলী, প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।