শ্যামলবাংলা ডেস্ক : পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সারাদেশের ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে হানিফ বলেন, সাতকানিয়ায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি নির্বাচন সংক্রান্ত গোলযোগকে কেন্দ্র করে নয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। এর আগে বুধবার দুপুরে পৌর নির্বাচনের প্রথম পর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে আরেক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, সাতকানিয়ায় নির্বাচন কেন্দ্র থেকে অনেক দূরে সামাজিক দ্বন্দ্বের কারণে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় একজনের প্রাণহানি ঘটেছে।’
ভোট ‘কারচুপি’ বিষয়ে বিএনপির অভিযোগ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সারাদেশের ৬০টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনেছে বিএনপি। তাদের এ অভিযোগ কতটুকু সত্য তা নির্বাচন কমিশন বলতে পারবে। তবে বিএনপির অভিযোগ যদি সত্যও হয় সেটি মোট কেন্দ্রের ৩ শতাংশেরও কম। তিন হাজারের অধিক ভোট কেন্দ্রের মধ্যে এই সংখ্যা অতি নগন্য।
বুধবার দুপুরের ওই সংবাদ সম্মেলনে হানিফ আরও বলেন, এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে পৌরসভা নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিএনপি নির্বাচনের আগে থেকেই ভোটগ্রহণ নিয়ে নানা রকম শঙ্কা ছড়িয়েছিল। ভোটের হার বৃদ্ধি আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সব শঙ্কা উড়ে গেছে। উল্টো পরাজয় নিশ্চিত জেনে তাঁদের উদ্বেগ বেড়েছে।
ভোটকেন্দ্র ‘দখল’ বিষয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে দুপুরে তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি। এরপর নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ খোঁজ নিয়ে দেখেছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’
কুয়াকাটায় বিএনপি ব্যালট পেপার ছিনতাই করার পর সেখানকার একটি কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেছে এবং কুষ্টিয়ার কুমারখালীতেও একই চেষ্টা করে তারা সফল হয়নি বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।