চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে গ্রামীনফোন সেলসম্যানকে কুপিয়ে তিন ল টাকা ছিনতাই করেছে একদল দুবৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে মালেকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাদেক আলী একটি মোবাইল ফোন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। সে রাজশাহীর হড়গ্রামের মিয়াপাড়া আনসারের ছেলে সাদেক আলী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তিনি মালেকার মোড় থেকে বকেয়া টাকা আদায় করে মটরসাইকেল যোগে রাজশাহীতে ফিরার পথে সাদেককে কুপিয়ে রক্তাক্ত করে টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত সাদেক আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, খবর পাওয়ামাত্র পুলিশ পাঠানো হযেছে। তবে কাউকে আটক করতে পারেনি। তদন্ত সাপেে জড়িতদের খুজে বের করা হবে।