শ্যামলবাংলা ডেস্ক : দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রথমবারের মতো ২ হাজার ৭০০ কোটি ডলার অর্থাৎ ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান ওই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ছাড়কৃত ইসিএফ ঋণের দুটি কিস্তি যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।’
বর্তমান রিজার্ভ দিয়ে দেশের সাত মাসেরও বেশি সময়ের আমদানি দায় মেটানো যাবে বলে জানান কাজী ছাইদুর। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ গত ১৭ আগস্ট ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জুন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ ও রফতানিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বর্তমানে রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম অবস্থানে থাকা ভারতের রিজার্ভের পরিমাণ ৩১৫ বিলিয়ন ডলারেরও বেশি। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার।
