শ্যামলবাংলা ডেস্ক: দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে আগামীকাল মুক্তি পাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ছবির পোস্টারে উপর কাচি চালিয়েছে সেন্সর বোর্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সেন্সর বোর্ড এক আদেশের মাধ্যমে চলচ্চিত্রটির পোস্টারে লেখা ১৮+ (প্লাস) শব্দটি মুছে দেয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় ছবির পরিচালক, প্রযোজক ও প্রদর্শকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
প্রচারণা শুরুতেই ‘রান আউট’ চলচ্চিত্রটির বিরুদ্ধে পোস্টারে ১৮+ লিখে দর্শকদের সঙ্গে প্রতারণা অভিযোগ উঠে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ার প্রেক্ষিতে সেন্সর বোর্ড ১৮+ শব্দটি মুছে দেয়ার নির্দেশ দিয়েছে।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশে ছবিতে কোনো গ্রেডেশন নেই। তাই ১৮+ কিংবা অন্য কোন বিশেষ প্রতীক ব্যবহারের মাধ্যমে ছবিকে পরিচয় করিয়ে দেয়ার সুযোগ নেই।
ছোটপর্দার তারকা সজল ও মৌসুমী নাগ জুটি অভিনীত ‘রানআউট’ চলচ্চিত্রে আরও রয়েছেন ওমর সানী, রোমানা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা, তারিক আনাম খানসহ অরিন্দম নাট্য গোষ্ঠীর সদস্যরা। এ ছবির একটি আইটেম গানে নেচেছেন মডেল নায়লা নাঈম।