স্টাফ রিপোর্টার : ‘একটি ইঁদুর গড়ে বছরে ৮/১০ কেজি ফসল খায় এবং প্রায় ৫০ কেজি গোলাজাত ফসল নষ্ট করে। প্রতিবছর সারাদেশে প্রায় ১০-১২ লক্ষ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমি সহ প্রায় ৩০ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই ইঁদুরের হাত থেকে ফসল রক্ষায় সমন্বিতভাবে ইঁদুর নিধন করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে।’ শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বালতির পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকর করার মধ্য দিয়ে জেলায় ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে জানানো হয়, ইঁদুর মারলে মিলবে পুরস্কার। সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়ে থাকে। এবার ১ লাখ ৭১ হাজার ৩০০ ইঁদুর নিধন করায় শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছে। ঝিনাইগাতী উপজেলার কৃষক মো. আশরাফ আলী ৫ হাজার ৫০১ টি ইঁদুর নিধন করে অঞ্চল সেরা সম্মাননা লাভ করেছেন।।
উদ্বোধনী অনুষ্ঠানে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, এটিআই অধ্যক্ষ ড. মো. আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সতিতার করিম, কৃষক সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম কাবের সদস্য শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।