শ্যামলবাংলা ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৫ অক্টোবর সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুপুর ১২টার দিকে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।
এর আগে শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ভোরে রাজধানীর মালিবাগে শাহাদাতের বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে। ওই দিন সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে ১৩ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শরীরে প্রচুর পুরনো ও নতুন নির্যাতনের চিহ্ন রয়েছে। তার একটি পা ভাঙা ছিল।