ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০১৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে ছাত্রদল-শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৫ ৭:১৬ অপরাহ্ণ
রাজশাহীতে ছাত্রদল-শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক

এবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত বিএনপি, ছাত্রদল ও ছাত্র শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র ডিবি’র এসি ইফতে খায়ের আলম। এদের মধ্যে রাজশাহী মহানগরীর ৪টি থানা থেকে ২২ জনকে আটক করা হয়।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, তার থানা এলাকা থেকে যাদের আটক করা হয়েছে এদের মধ্যে ২৯ নং ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মোহাম্মদ রফিক, ২৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক উকিল, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন রয়েছেন।রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস থেকে ৩২টি ককটেল ও ১০টি দেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। এদিকে পুলিশ রাতভর অভিযান চালিয়ে জামায়াত বিএনপি ও তাদের সহযোগি সংগঠনের ৩২ নেতাকর্মীকে আটক করেছে। র‌্যাব একটি সুত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি বিশেষ দল মহানগরীর শাহমুখদুম থানাধীন খড়খড়ি বাইপাসে অভিযান চালায় এবং পরিত্যক্ত অবস্থায় একটি কার্টুনে রাখা ৩২টি তাজা ককটেল দেখতে পায়। এসময় ককটেলের পাশে রাখা একটি ব্যাগ থেকে ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ধারালো অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ২০/২২ ইঞ্চি লম্বা হাসুয়া ও ছুরি। পরে উদ্ধারকৃত ককটেল ও ধারালো অস্ত্র র্যাব রাজশাহী সদর দপ্তরে নেয়া হয়।এছাড়া জেলার ৯টি উপজেলা থেকে ১০জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোহনপুর বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুল আলম রয়েছেন। এদিকে অবরোধের সমর্থনে সকালে ইসলামী ছাত্রশিবির নগরীর হাদিরমোড় থেকে কেদুরমোড় এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!