ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০১৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাড়াশে ভ্রাম্যমান আদালতে স্বামী-স্ত্রী’র ২ বছরের জেল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৫ ৭:২০ অপরাহ্ণ
তাড়াশে ভ্রাম্যমান আদালতে স্বামী-স্ত্রী’র ২ বছরের জেল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে গাজা বিক্রি ও সেবনের অভিযোগে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে স্বামী স্ত্রী দু’জনের ২বছরের জেল হাজত হয়েছে। এব্যাপারে তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামের আলাউদ্দিন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গাজা বিক্রি করে আসছে। গত সোমবার রাতে তাড়াশ থানার এএসআই হাফিজুর রহমান (অন) গোপন সংবাদের ভিত্তিত্বে এক অভিযান চালিয়ে গাজাসহ আলাউদ্দিন ও তার স্ত্রী রাবেয়াকে আটক করে। গতকাল মঙ্গলবার তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য আইনে ওই ২জনকে দু’ টি মামলায় ২বছরের জেল প্রদান করে।

Shamol Bangla Ads

তাড়াশে পারিবারিক কলহের জের ধরে মারপিটে ৩জন আহত

পাবিবারিক কলহের জের ধরে একই পরিবারের ৩জনকে মারপিট করে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা। আহতরা তাড়াশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে তাড়াশ থানায় মামলা হয়েছে।

Shamol Bangla Ads

গ্রামবাসি সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের আব্দুল গনি সাথে প্রতিবেশী আয়ুব আলী পারিবারিক কলহে জড়িয়ে পরে। এ ঘটনার এক পর্যায়ে আয়ুব আলী, তার ছেলে আবু তালহা ও স্ত্রী ময়ফুল মিলে প্রতিবেশী আব্দুল গনির মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী বিলকিস খাতুনকে বেদম প্রহার করে। এ সময় তার মা নাসিমা ও ভাবি এগিয়ে আসলে আয়ুব আলী গং তাদের মারপিট করে মারাত্মক জখম করে। বর্তমানে আহতরা তাড়াশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আব্দুল গনি বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছে

তাড়াশে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

তাড়াশের উত্তর সীমান্তবর্তী জন্তিপুর গ্রামের ওমর চন্দ্র দেবের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে প্রায় ৩০হাজার টাকার মুল্যের খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোরের।
গ্রামবাসি সূত্রে জানাগেছে, উপজেলার জন্তিপুর গ্রামে ওমর চন্দ্র দেবের ছেলে উত্তম দেবের বাড়িতে গতকাল মঙ্গলবার ভোরের দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার টাকার মুল্যের ২টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য খড়ের পালায় আগুন ধরে যায় এবং দু’টি পালাই পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্ঠা করে। ইতিমধ্যে পালা দৃটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উত্তম দেব জানান। ইতিপুর্বে গত বছর একই কায়দায় তার দুটি খড়ের পালা দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছিল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!