উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : বাহুবল উপজেলার কল্যাণপুরের কুমারপাড়ার মৃৎ শিল্পের উন্নয়নে নারীসহ ৪০ জনকে প্রশিক্ষণ শেষে সদনপত্র প্রদান করা হয়েছে। তার সাথে এ শিল্পের উন্নয়নে তারা পাচ্ছেন ঋণও। দীর্ঘ প্রশিক্ষণ শেষে ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত কল্যাণপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে কর্মসংস্থান ও আত্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপ্ত হলে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সদন বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন- আপনাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেছি। আজ এর সদন বিতরণ করলাম। এখন আপনাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ জনকে এক লাখ টাকা দেয়া হবে ঋণ হিসেবে। এ টাকা দিয়ে এখানের মৃৎ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন- এ শিল্পটি আর অবহেলিত থাকবে না। এটিকে আধুনিক করা হবে। এজন্য আপনাদের প্রশিক্ষণ দিয়ে সনদ দিলাম। আপনারা নিয়মনীতি অনুযায়ী ঋণ পাবেন। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন- ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, শফিউল আলম চৌধুরী প্রমুখ। সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন- এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় মৃৎ শিল্পের উপর পেলাম প্রশিক্ষণ। এখন পেয়েছি সনদ। এখানেই শেষ নয় তিনি আমাদেরকে অচিরেই তাদেরকে এক লাখ টাকার ঋণ দেয়ার ঘোষণা দেন।
